বাংলাদেশ হাইকমিশন
সিঙ্গাপুর
ই-পাসপোর্ট আবেদনের নিয়মাবলী
১. যে সকল তথ্যাবলি সাথে আনতে হবে:
(ক) অন-লাইনে পূরণকৃত ফর্মের সামারি পেজ।
(খ) ইংরেজি অন-লাইন জন্মনিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র।
(গ) বর্তমান মূল পাসপোর্ট।
(ঘ) ওয়ার্ক পারমিট / ভিসা/ সিঙ্গাপুরে অবস্থান অনুমতি পত্র।
(ঙ) দৃষ্টি শক্তিহীন (visually impaired) হলে ডাক্তারের সনদ।
(চ) নবজাতক হলে 3R সাইজ ছবি ১ কপি, পিতা-মাতার অন-লাইন ইংরেজি জন্ম সনদ, পাসপোর্ট, ম্যারেজ সার্টিফিকেট, নিকাহ-নামা ফটোকপি।
২. যা করতে হবে:
(ক) www.epassport.gov.bd এ ওয়েবসাইটে গিয়ে apply online মেন্যুতে ক্লিক করতে হবে। সে অনুযায়ী পরবতী নির্দেশনা অনুসরণ করতে হবে।
(খ) পাসপোর্ট কাউন্টারে এসে NETS এর মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
(গ) ফি সংক্রান্ত যাবতীয় তথ্য www.singapore.mofa.gov.bd ওয়েবসাইটে দেয়া আছে।
৩. সাধারন নির্দেশাবলী:
(ক) আবেদনকারী কে সাদা পোশাক (উপরের অংশে) না পরে আসার অনুরোধ করা হলো ।
(খ) অনলাইনে আবেদন দাখিল করা হয়ে গেলে পূরণকৃত ফর্মের সামারির পেজ নিয়ে আসতে হবে।
(গ) আবেদন গ্রহণের সময় সকাল ৯:০০ - দুপুর ১২:3০ টা পর্যন্ত। (শুধু অফিস ডে তে)
(ঘ) আপনার বর্তমান পাসপোর্টের সাথে NID অথবা জন্মনিবন্ধন যেটার মিল আছে যেটা দিয়ে ই-পাসপোর্টের আবেদন করবেন।
(ঙ) বর্তমান পাসপোর্টের কোনো তথ্য পরিবর্তন আপনার নতুন পাসপোর্ট প্রাপ্তিতে বিলম্ব হতে পারে এবং আপনার IPA/ ভিসা/ অন্যান্য কার্ড নবায়নে জটিলতা সৃষ্টি হতে পারে।
(চ) অনলাইন জন্মনিবন্ধ না থাকলে আপনার নিজ ইউনিয়ন পরিষদ / পৌরসভা / সিটি কর্পোরেশন / জন্ম নিবন্ধন অফিস থেকে ইংরেজি জন্মনিবন্ধন সংগ্রহ করুন। সেক্ষেত্রে জটিলতা এড়াতে আপনার বর্তমান পাসপোর্টের তথ্য অনুযায়ী জন্মনিবন্ধন করুন।
(ছ) আপনার এনরোলমেন্ট হয়ে গেলে আপনাকে যে রিসিট দেয়া হবে সেটাতে আপনার তথ্য ঠিক আছে কিনা যাচাই করে তবেই Enrolment কাউন্টার ত্যাগ করুন।
(জ) ই-পাসপোর্ট ডেলিভারি সময়:
বেলা ২:০০ টা - ৪.৩০ টা পর্যন্ত। আবেদনকারীকে সশরীরে এসে ই-পাসপোর্ট গ্রহণ করতে হবে।
(ঝ) পাসপোর্ট আবেদনের আপডেট জানতে www.epassport.gov.bd -->check status এ ক্লিক করুন। এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।
(ঞ) আপনার পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত হওয়া মাত্র আপনার ই-মেইলে কনফারমেশন মেসেজ যাবে।
(ট) আপনার পাসপোর্টের সাথে আবেদন ফর্মের তথ্যের গড়মিল থাকলে পাসপোর্ট পেতে বিলম্ব হতে পারে। তাই পাসপোর্ট ফি জমা দেয়ার পূর্বে আপনার আবেদন ভালো করে চেক করুন।